★ঘুমের পাগল★
মোঃ হাদিসুর রহমান


খাতার উপর মাথা রেখে
কলম ধরে হাতে ।
লেখালেখির ভান ধরে সে
ঘুমায় প্রতি রাতে।


দেখিলে তারে হয় যে মনে
খুবি সান্ত ছেলে ।
আসল রুপ তার যাই যে চেনা
একটু সুজোগ দিলে ।


সাহাজালাল নামটি তাহার
হোস্টেলেতে থাকে।
নুরানীর ছাত্র সে তাই
কুরান হাদীস শিখে ।


বয়স একটু কম বলে তাই
ঘুমের দাপট বেশি ।
সুজোগ পেলে ঘুমাবে সে
নাইতো দিবা নিশি ।


খাইতে ঘুমায় পড়তে ঘুমায়
ঘুমায় নামাযে ।
সবাই যখন পড়ে কুরান
রয় সে ঘুমের মাঝে ।


সবাই যখন খেলছে খেলা
ছুটছে ধুমা ধুম ।
সাহাজালাল ঘুমের ঘোরে
ঘুরায় যে লাটুম ।