গরম হাওয়া
মোঃ হাদিসুর রহমান


গায়ের অবলা নারী
চিনিয়াছে ফ্যাক্টরী
ছুটিয়াছে সহরের পানে ।
অনেক ভাবার পর
ছাড়িল আপন ঘর
রিযিকের সন্ধানে ।।


দুরের আপন জন
ব্যাস্ত সারাক্ষন
নিজ কাজ কর্মে ।
যোগাযোগ করে দেয়
চাকুরিটা নিয়ে দেয়
উঠে যায় ফর্মে ।।


শহরেতে ছুটে যায়
লাজ শরম উঠে যায়
চাকুরিতে হয়ে যায় ভর্তি ।
মাস সেষে টাকা পায়
আর কোনো ভয় নাই
মনে বেশ ফুর্তি ।।


হয়েছি কর্মি নারী
নাহি কারো ধার ধারি
বন্ধু গড়েছি বেশ ।
শহরের গরম হাওয়া
করেছ আমায় ধাওয়া
বিলাশিতার নাই শেষ ।।


নগ্ন পোশাক পরে
বন্ধুর সাথে ঘোরে
ছোটে দিক ভ্রান্ত ।
অসহায় বাবা তাই
সব কিছু মেনে নেয়
টাকা পেয়ে হয়ে যায় সান্ত ।।