হাওয়ার পরী
মোঃ হাদিসুর রহমান


গৃষ্মের ঐ খুব সকালে
ছিলাম আদুল গায়
শীতল হলো মনটা আমার
দক্ষিনা হাওয়ায়।


শীতল হাওয়ায় দোল লেগেছে
আমার বাবরি চুলে
গাছ তলাতে বসছিরে ভাই
সকল বাধা ভুলে।


শীতল হাওয়ায় ছড়িয়ে দিল
হাসনা হেনার ঘ্রান
সেই সুবাসে যুড়িয়ে দিল
আমার অবুজ প্রান।


ঝাও শাখাতে পা দুলিয়ে
কে বাজালো বাশি
দক্ষিনা ঐ হাওয়ার পরি
মুখ ভরা যার হাসি।


হাওয়ার পরী বাজায় বাশি
পাগল করা সূর।
কানের কাছে বাজে সদা
যাইনা যত দুর।


গৃষ্সের এ হাওয়ার মাঝে
যেন মধু মাখা।
সর্ব সময় বইলে হাওয়া
হার মেনে যায় পাখা।