জয়বাবা থ্রীযি
মোঃ হাদিসুর রহমান


আমাদের গাঁয়ে দেখি
থ্রীজীর মেয়েরা
ওড়নাতো বুকে নাই
ডানা কাটা চেহারা।


বয়ফ্রেন্ড নিয়ে বসে
রাস্তার কিনারে
সাঝ দেখে মেয়ে কার
যায়নাতো চেনারে।


রোজ রোজ টাকা দাও
সন্তানের বাইনা
বাপ মরে চিন্তায়
কাজ কাম পায়না।


ঋণ করে টাকা নিয়ে
ছেলে দেয় কলেজে।
ছেলে তার থাকে কই
নাই তার নলেজে।।


বাপ করে হায় হায়োও        
টাকা নাই পকেটে।
নিসা করে গাযা খাই
ছেলে তার বখাটে।।


স্কুলে পড়ে মেয়ে
সাজ গোজ ভিন্ন।
মায় সবি কিনে দেয়
যদিও বাপ শির্ন।


কচিং এর নাম নিয়ে
মেয়ে যায় পার্কে।
জোড়ে জোড়ে তাই ঘোরে
খোজ নাই কার কে?


থ্রীজী,র যুগ তাই
সাজ গোজেও থ্রীজী।
হাদিসুর ভেবে কয়
জয় বাবা থ্রীজী!!