কাজকে ভালবাস
মোঃ হাদিসুর রহমান


অল্প সময় গল্প কর
সল্প সময় হাস ।
অলসতা দাওনা ঠেলে
কাজকে ভালবাস ।।


কটু ভাষায় পটু যারা
নয়তো ভাল লোক ।
অলস লোকের রয়না কভু
কাজের প্রতি ঝোক ।।


দুষ্ট লোকের ভাসা মিষ্টি
কটু বুদ্ধি মনে ।
কোন সময় যে পেজগী লাগায়
কেউতো নাহি জানে ।।


ভাবুক কেবল ভাবনা ভাবে
ভাবনার নাই কুল ।
কবির কাজ কাব্য লেখা
সুন্দর ও নির্ভুল ।।


অলস যারা সুয়ে সুয়ে
কাটাতে চাই দিন ।
সুয়ে সুয়ে দেখতে থাকে
সপ্ন যে রঙ্গিন ।।


জ্ঞ্যানির কাজ জ্ঞ্যান বিতরন
সঠিক পাত্রে দান ।
ফুল যেমন তার সুবাস ছড়ায়
জুড়ায় সবার প্রান ।।