কলিতে কাল লেগেছে
মোঃ হাদিসুর রহমান


অসময়ে নামল বাদল
বসন্তেরি কালে ।
রিম ঝিম ঝিম সুর তুলেছে
আমার টিনের চালে।


কলিতে কাল লেগেছে
জামানা বদলে গেছে ।
উথাল পাথাল বইছে হাওয়া
দোল লেগেছে ডালে ।


মন ফুর ফুর করছেরে ভাই
বাইরে যাওয়ার সাধ্য যে নাই।
সুকনা পাতা ভাসছে দেখি
সেই স্রোতের তালে ।


হটাৎ কেন আকাশ কালো
সূর্যিমামা ও মুক লুকালো ।
সুকনা মাঠে অথৈ পানি
সেই বাদলের জলে ।


বসন্ত আজ লুকিয়ে গেল
ককিল ও তাই লজ্যা পেল।
কাল জামানা বদলে গেছে
এলাম নতুন কালে ।