মন যদি ভেঙ্গে যায়
মোঃ হাদিসুর রহমান


ভাবিয়া দোখো ভাই
নাভাবিলে বোঝা দায়।
সকলেই খুজে দোষ
চাহেনা কেহ আপোষ
বড়ো দের পাইনা দোষ ছোটতেই খুজে পাই।


বড়োর দোষ ঢাকা রয়
ছোটোর দোষ ক্ষমার নয়।
ছোট বড় ভেদাভেদ সর্ব কালে হায়।
ছোটকে খাটাই সবে
বড়ো তো বড়ই রবে
এই তফাত আজো গোটা দুনিয়ায়।


বড়োরাই শুধুই কবে
ছোটরাই নীরব রবে
ছোটোর কথা বলার অধিকার নাই।
এক মুখি গান তাই
সদা ভালো শোনা যাই
দ্বীমুখি গান তার সরুপ ঝালাই।


বলিলে তো বলা য়ায়
সব বলা ঠিক নয়
কিছু কথা নিজেরাই নাওনা বুঝে।
মন যদি ভেঙ্গে যায়
সে মনে কি জোড়া লয়?
তালি দেওয়ার কিছু পাইনা খুজে।


যদি দেয় ন্যায্য মুল্য
হয় তবে সহ্য তুল্য
যনমভর ছোটরা খাটিয়াই যাবে?
বড়ো সত্য এই ভবে
ছোটকে ঠকাই সবে
ঠুনকো এক অযুহাত তৈরী হবে।


     !....!!.....!!.....!!....!