বাংলা দেশের অপূর্ব রূপ
তিন পার্বত্য হীল।
যার তুলনা হয়না কোথা
হয়না যাহার মিল।।


পাহাড়েতে করছে মানুষ
নানান জাতের ফলের চাষ।
ফুলে ফলে সুসবিত
দেখি সেথা বার মাস।।


ঝরনা দিয়ে বইছে সেথা
কত সুন্দর পানি।
একবার গেলে মনটা সেথাই
বার বার নিবে টানি।।


ছড়ি নামের ছড়াছড়ি
ছড়ি মানে খাল।
কোথাও মাটি সাদা দেখি
কোথাও আবার লাল।।


আলু টিলা সুড়ঙ্গ আর
রিচাং ঝর্ণা পাসে।
টিলার উপর পুকুর এক
পানি বার মাসে।।


আকা বাকা উচু নিচু
পাহাড়ের ঐ পথ।
সোন্ধর্জের এক লিলা ভূমি
আমার অভিমত।।


চাকমা মগ আর তিপরা জাতী
বসত করে এই দেশে।
কোন ভাসাতে বলে কথা
সুধায় আমি কার কাছে।।


তিপরা বেটা লেংটি পরা
চাকমা মগ আর যায়না ধরা।
ডাব্বা সবার হাতে আছে
বাঁসের ভিতর কলকি ভরা।।


আছে সেথা চান্দের গাড়ি
পাহাড়ে সে রাজা।
ঘুরে ঘুরে দেখলে তুমি
পাবে অনেক মজা।।