ছিল এ বাংলায় এমন এক দিন
মানুষের মন ছিল
মুক্ত স্বাধীন।


সহজ উদার আর সরল প্রানে
ছুটিত সানুষ তার
আপন মনে।


ধরণীর মাঝে ছিল রঙের মেলা
প্রকৃতির রুপে ছিল
ঋতুর খেলা।


গ্রাম ছিল মুখরিত পাখির গানে
মাঠগুলি ভরাছিল
সোনার ধানে।


গাছে ভরা ফল ছিল আর ছিল ফুল
সুবাসেতে সকলেই
হইতো আকুল।


মানুষের মাঝে ছিল সমান প্রিতি
আগের সে দিন গুলি
কেবল স্মৃতি।


এখন আর মাঠ নেই আগের মত
গাছ নেই নেই ফল
অভাব সত।


কালেতে নাই বারি এসে যাই অকালে
টাটকা কিছুই নাই সব
ভরে গেছে নকলে।