আবার আসিলাম ফিরে
বঙ্গপ সাগরের তীরে
শিক্ষা সফরের লাগি।
খানা নিয়ে হাড়িতে
উঠিলাম গাড়িতে
বসিলাম সবে লাগালাগি ।


ছেড়ে খাগড়াছড়ি
জোরে ছুটল গাড়ি
সমুদ্র সৈকত পানে।
আনন্দে মাতোয়ারা
পোলাপানে দিশে হারা
ছুটে যায় মায়ার টানে ।


লম্বা জার্নিতে
ঢোলে ক্লান্তিতে
খুদার যন্ত্রনায় সব পেরেশান।
মুরগি পোলাও দিয়ে
পেট পুরে খানা খেয়ে
সকল ক্লান্তির হল অবসান।


তারপর এক সাথে
ঘুরিলাম সৈকতে
পড়ন্ত বিকেলের বেলা।
কেউ চড়ে ঘোড়ার পিঠে
কেউ চলে পায়ে হেটে
কেউবা চড়ে আবার নাগর দোলা।


সৈকতে দাড়িয়ে
মোহটান ছাড়িয়
অবাক মোরা সব দাড়িয়ে রই।
এমন মাতাল ঢেউ
দেখিনিতো আগে কেউ
এমন মায়ার রুপ আর পাবে কই।


ঢেউ আসে দুলে দুলে
লোনা জল যাই ফুলে
দিলে সবে তাই তার মায়া যে গড়ে।
দল বেধে সবে তাই
তার সাধ নিতে চাই
কুলেতে এসে ঢেউ আছড়িয়ে পড়ে ।