সুখের সংসার
মোঃ হাদিসুর রহমান


মানুষ কত ভাবনা ভাবে
ভবিস্যতকে নিয়ে।
গড়বে সে তো সুখের সংসার
তাইতো করে বিয়ে।


বানাই কত অট্টালিকা
একটু সুখের লাগি।
সুখের কালে সবাই আপন
দুঃখেতে নয় ভাগি।


আপন বলতে নাই কিছু ভাই
আপন তোমার কর্ম।
দুইদিনের ঐ সুখের লাগি হারাইয়োনা ধর্ম।


আমরা মানুষ নাইতোরে হুষ
ব্যস্ত সার্থ নিয়ে।
দম ফুরাইলে সব ফুরাইবে
যাইবে ফাকি দিয়ে।


যানি বুঝি দেখি সব
মানার বেলা নাই।
হেসে খেলে কাটাইছি দিন
কোন ভাবনা নাই।


এই জীবন তো নয়রে জীবন
আরাক জীবন আছে।
সেই জীবন তো অফুরান্ত
সম্বল রাইখো কাছে।


সম্বল হোলো কর্ম তোমার
প্রভুর বিধান মানা।
সময় থাকতে নাওরে যেনে
যে গুলো নাই যানা।