ঝিঝিপোকা
মোঃ হাদিসুর রহমান


ঝিঝিপোকা ঝিঝিপোকা
এত কেন ডাক?
দোহায় লাগি তোমার কাছে
চুপটি মেরে থাক।


ঝিঝিপোকা বলছে ডেকে
থামো নারে ভাই।
সারাবছর একটি বারও
আমায় দেখনাই।


সারা বছর থাকছো সুখে
গাইছো সুখের গান।
একটি মাসে আমার গানে
এতোই অভিমান।


আজকে আমার সুখের দিনে
নাই তোমাদে প্রিতি।
জেনে রেখ আমার এ গান
না ফুরানোর স্মৃতি।


আমার গানে মুগ্ধ হয়ে
কবি লেখে গাথা।
বলবোনা আর আমি নিজে
আমার নিজের কথা।