বাংলা আমার প্রাণ
হাফেজ আহমেদ


বাংলা আমার বাংলা সবার
বাংলা আমার প্রাণ
বাংলা নারীর বাংলা নরের
বাংলা মায়ের মান।


বাংলার মাটি শীতল পাটি
বাংলা মাথার ছাতা
বাংলা একুশ একাত্তরের
করুণ স্মৃতির পাতা।


বাংলা মাটির গন্ধ দেহে
বাংলা হাওয়ার শ্বাস
বাংলার জলে ফুলে ফলে
মুক্ত স্বাধীন বাস।


জাগরণে ঘুমের ঘরে
বাংলায় স্মরি সব
বাংলায় আঁকি বাংলায় লিখি
বাংলায় ডাকি রব।


বাংলায় হাসা বাংলায় কাঁদা
বাংলায় কথা বলা
বাংলার পথে স্বাধীন রথে
নিত্য হেঁটে চলা।


বাংলা হতে বাংলাদেশ আর
বাংলা হতেই জাতি
অন্ধকারে মন মাঝিরা
জ্বালায় বঙ্গ বাতি।