(প্রতিটি চরন ডানদিক হতে বামদিকে পড়ে গেলে যেমন হবে ঠিক বামদিক হতে উল্টো ডানদিকে পড়ে আসলে একই রকম হবে।)


হা হা হা
হা হা হা হা হা


এ নব প্লাবন এ
লেখে লেখে খেলে খেলে
কে সে কে?


কে আঁকে?
কেনা নাকে
কবি ছবি ক;


কেবা অবাকে
পথের বাকে; কেবা রথে প।


লা লা লা লা
লা লা লা
লা লা লা লা লা


হা-----
হাহা--হাহা


কে সে ভেসে ভেসে কে
কে সে হেসে  হেসে কে
চেনে চেনে নেচে নেচে
সেবা লোভায় ;হায়;ভালোবাসে।


কে সে কে
কে ডাকে
রবি কবি র;


কেবা অবাকে
রথের বাকে; কেবা রথে র।


কে সে কে?


কে আকেঁ
কেনা নাকে
কবি ছবি ক


কেবা অবাকে
পথের বাকে কেবা রথে প।


হা হা হা হা
হা হা হা


গা কষে ঘেষে ঘেষে ক গা
না জবা না; না বাজনা


কে সে এসে এসে কে
কে সে হেসে হেসে কে
এ নব প্লাবন এ
সেবা সুবাসে
সেবা লোভায় হায়; ভালোবাসে।