একদিন আমাদের চালতা চত্বরে আকস্মিকভাবেই জমবে ভীড়,
আমি পকেট হাতড়াবো খুঁচরো পয়সার উপস্থিতির চমকে।
পদ্মের মত ফুটে থাকা আমড়া কিনে দেবার প্রবল বাসনা আমার,
অস্তিত্বহীন পয়সার সাথে ঝনঝনিয়ে হারিয়ে যায়। অপমানে
আমি পড়ন্ত সূর্যের মত ডুবে যেতে চাইলে, তুমি আমার টেনে ধরো কানের চুল।


আমি বারবার পালাতে চাই ,
এই চালতার মায়া ভুলে অন্য কোন আম্র কানন কিংবা
অনন্তকাল নৌকোর পাটাতনে বসে লাল আকাশ ছোঁবার বাসনা আমার চিরকালের।


কিন্তু তোমার প্রেম আমার যেন অন্তরের চির উষ্ণতা।
তোমার আলিঙ্গন আমায় ভেজাতে থাকে আকন্ঠ।
তোমার রক্ত জবার মত ঠোঁটে আমি হারিয়ে যেতে থাকি প্রতি মুহূর্তে।
তাইতো আমার হয়না কোথাও যাওয়া।
আমার চুলে তোমার চুলে গাঁথ বিনুনী।