তোমাকে ভাবিনা যেন কতকাল--
এক অদ্ভুত হরিনীর চোখ দেখি কেবল
স্নিগ্ধ মায়ায় উজ্জ্বল তনুখানি
আমায় ডাকে অহর্নিশি--
আমি ছুটতে গিয়েও থেমে যাই
হোঁচট খাওয়ার মত।
উফ: শব্দটি ছিটকে বেরোয়--
ধনুকের থেকে যেমন তীর।
শার্টের উঁচু কলারে দাঁত কামড়াই;
সে চলে যায়-- সে চলে --
অচেনা পথ ধরে--
আমি পারিনা আমার গন্ডিটুকু পেরুতে।