আজ এক দঙ্গল জোনাকিরা ভীড় করেছিল--
আমার সারা ঘরময়।
হুটোপুটিময় কাটল, আমার সারাবেলা।
আহা! এমন সময় জীবনে কটা পাই আমরা??
তাই বন্দী করতে চাই, জীবনের সৌখিন আহ্লাদ।
কিন্তু বন্দীত্ব আমার ভালো লাগেনা।
আমি তাই খুলে রাখি--
দক্ষিন জানালা আর উত্তুরের দুয়ার।
আর ভালোবাসা ছড়িয়ে দিই, পারফিউমের মত--
ওরা আবিষ্ট হয়, জড়োসড়ো হয়।
আমি আড়মোড়া ভাঙ্গী,
আমার ঘরে জোনাকির ভীড়,
আমি ওদের ভীড়ে হারিয়ে যেতে থাকি
ওরা আমায় ভসিয়ে নেয়।