হিসাব করি  যেভাবে মোরা, হয় না তা পূর্ণ l
উল্টা পাল্টা করে দেয়, সময় হয় শূন্য।


কল্পনাতে বাঁধি ঘর,  রঙিন রং করিl
ঝড় এসে উড়িয়ে রঙিন ঘরটি।


শূন্য ঘর,শূন্য জমি,আমিও যে শূন্য।
নিজেকে ধনী বলি থাকিতে চাই পূর্ণ।


স্বপ্নের ধনে হাসি খেলি স্বপ্নের রাজ প্রাসাদে l
বেল কুনিতে  বসে আমি গান গাই একাযে l