আমি মেঘকে বলি
কেন তুমি,
অঝুরে বৃষ্টি ঝরাও!
আমি চাঁদকে বলি
রাতের কোলে,
কেন জোত্সনা ছড়াও!
ও তারা তুমি
কার ইশারায়,
কখনো আড়ালে লুকাও!


এযে আমার রবের
সৃষ্টি বুঝাও।
এযে আমার রবের
ইশারা বুঝাও।
সে যে আল্লাহ মহান!
সে যে আল্লাহ মহান!


কিরণমালী
কেন তুমি,
ভূমিতে পুষ্টি ছড়াও!
নদী কেন
বয়ে চলে,
এভাবে পাথারে হারাও!
ও পাহার তুমি
কার ইশারায়,
বুক চিরে ঝর্ণা নামাও!


এযে আমার রবের
সৃষ্টি বুঝাও।
এযে আমার রবের
ইশারা বুঝাও।
সে যে আল্লাহ মহান!
সে যে আল্লাহ মহান!


মাটি কেন
বুকের ভিতর,
সৃষ্টির রিযিক ফুটাও!
গাছ কেন
নিজে থেকে,
সুস্বাদু ফল ফলাও!
ও মাছি তুমি
কার ইশারায়,
ফুল থেকে মধু যোগাওঁ!


এযে আমার রবের
সৃষ্টি বুঝাও।
এযে আমার রবের
ইশারা বুঝাও।
সে যে আল্লাহ মহান!
সে যে আল্লাহ মহান!