আমি আকাশের চাঁদ হয়ে তোমার মনকে আলো দিতে চিয়েছি,
কিন্তু তুমি কালো মেঘ হয়ে সামনে দারিয়েছো।


আমি বাতাস হয়ে তোমার মনকে ছোঁতে চেয়েছি,
কিন্তু তুমি পাহার হয়ে বাধা দিয়েছো।


আমি বৃষ্টি হয়ে তোমার মনকে নরম করতে চেয়েছি,
কিন্তু তুমি ছাঁদ হয়ে বৃষ্টি পরতে দেওনি।


আমি নদী হয়ে তোমার সাগরে মিলে যেতে চেয়েছি,
কিন্তু তুমি লবণাক্ত হয়ে মিষ্টি পানিকে গ্রহন করোনি।


আমি সত্যিকার মৌমাছি হয়ে তোমার বগিচাই যেতে চেয়েছি,
কিন্তু তুমি বাগিচাই জাল হয়ে আমায় শত্রু মনে করেছো।


আমি বটগাছ হয়ে তোমার মনকে ছাঁয়া দিতে চেয়েছি,
কিন্তু তুমি রদ্র ভেবে ছাতা হয়ে মেলেছো।


আমি স্বপ্ন হয়ে তোমার ঘুমের সাথী হতে চেয়েছি,
কিন্তু তুমি মিথ্যা ভেবে আমাকে তারিয়ে দিয়েছো।


আসলেইত আমি কেনই বা তোমার হতে চেয়েছি!!! যা অবাস্তব তাকে কেন বাস্তাবতার সাথে মিলাতে চেয়েছি!!!ভুল হয়েছে,হ্যাঁ ভুল হয়েছে তোমাকে চেয়ে ৷ যদি ক্ষমার পাত্র খালি থাকে তবে ফকির ভেবে হলেও একটু ক্ষমা ভিক্কা দিয়ো ৷