দুঃখে ভরা মন তোমার মুখে ভরা হাসি,
তাইতো তোমাই আমি এতো ভালোবাসি।
তুমি ভয়কে জয় করা এক সাহসী বীর,
তুমি ধৈর্যের মিনারে চির উন্নত মম শির।
তুমি হক্বের পথে অবিচল থাকা উচ্চ কণ্ঠস্বর,
তুমি মিথ্যাকে দাফন করা সাহারার বালুচর।
তুমি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকা কোটি মুমিনের দিল,
যারা জীবন দুয়ারে দিতে পারে তোমার জন্য খিল।
তুমি জালিমের জেলে বন্দী এক নিরব সিংহ বীর,
তুমি দ্বীনের জন্য বুকে নিতে পারো জুলুমের শত তীর।
তুমি নিরব বলে বাংলাই আজ দূর্নীতিবাজ হাসে,
স্বার্থান্বেষী হাতে-হাত মিলিয়ে দাঁড়িয়ে তারই পাশে।
শত্রুর বুকে কম্পন তোলা তোমার নামের ধ্বনী,
সে যে হক্বের পথে দৃষ্টিরত কোটি যুবকের মনি।
সত্যের মুক্তি হলেই তবে তোমার মুক্তি জানি,
তবু মন মানে অপেক্ষাতে জিহাদের পথ গামী।