কোথায় মা তুই হারিয়ে গেলি
আমায় একলা ফেলে
তোর লাগি মা মন পুড়ে যায়
বুক ভিজে যায় জলে।


আপন সুখে ঘর বাঁধলি মা
অন্য গাছের ডালে
আমার গাছে আমিই একা
এতিম পাখির দলে।


মাগো জানতাম যদি পর হবি তুই
আসতাম নাকো ভবে
কেন? চলেই যদি যাবি মা তুই
গর্ভে নিলি তবে।


বাবার গাছে ও নতুন পাখি
বাসা বেধেছে মাগো
তোদের সুখে আমিই কেন
বলি হলাম মাগো।


যার মা থাকেনা সেই বোঝে মা
তার বেদনা কত
সৎ  মা কভু হয়না মাগো
আপন মায়ের মত।


মাগো তুই
নিজের কথাই ভাবলি শুধু
করলি আমায় পর
মাগো তুই বড়ই স্বার্থপর!!!