যা পাখি উড়ে যা তুই
মদিনার ঐ প্রান্তরে,
যেথায় আছেন আমার
প্রিয় নবী ঘুমিয়ে।


সালাম জানাবি গিয়ে
নবিজীর রওজাতে,
মনে বড় আশা আমার
যাবো মদিনাতে।


                  যে দেশের অলিগলি
                  ঘুরেছে প্রিয় নবী,
                  যে মরুর বুকে নবীর
                  লেগেছে পদধুলি।


                  সে বালি বুকে মেখে
                  ধন্য হতে চাই,
                  মনে বড় আশা আমার
                  যাবো মদিনায়।


যে দেশের বুকে নবী
কেঁদেছে দিবা-রাতি,
নবিজীর রক্তে মাখা
যে দেশের বালি মাটি।


সে মাটিতে চুমু খেয়ে
ধন্য হতে চাই,
মনে বড় আশা আমার
যাবো মদিনায়।


                  যে দেশে সাহাবিগন
                  রেখেছে জীবনবাজি,
                  প্রভুর তরে মাথা রেখে
                  হয়েছে শহীদ গাজি।


                  সে দেশে দেহ লুটে
                  ধন্য হতে চাই,
                  মনে বড় আশা আমার
                  যাবো মদিনায়।