আমি চোখের জলে সরণ করি পঁচিশে ফেব্রুয়ারি,
বাংলার একান্ন বীর আজ দিয়েছি অপার পারি।
তাঁরা অজান্তেই না জানিয়ে হয়েছে শহীদ মরি,
কত মার কোল হয়েছে খালি হয়েছে বিধবা নারী।


আমি মুখের ভিতর কাপড় চেপে করেছি আহাজারি, এমন নিষ্ঠুর ইতিহাস আমি কী করে ভুলতে পারি।


বাংলার ছেলে বাংলার বুকে ভাইকে করেছে হত্যা,
যেন বাংলার মাটি গ্রাস করেছে অপার দেশের স্বত্বা। কুটি বাঙ্গালি হয়েছে পঙ্গু হারিয়ে দেশের রক্ষী,
জাতি লজ্জায় মাথা লুটিয়ে করেছে ক্রন্দন অক্ষি।


আজও পিলখানার ঐ গুলির আওয়াজ শুনতে পারি, এমন নির্মম হত্যাকান্ড আমি কী ভাবে ভুলতে পারি।


পারিনি করতে প্রতিবাদ করেছি নিঃশব্দ চিৎকার,
গনকবরের পাশে দাঁড়িয়ে নিজেকে দিয়েছি ধিক্কার।
এযে স্বাধীন দেশের রক্তে লেখা করুণ ইতিহাস,
আজও হয়নি খুনির বিচার তারা করছে পৃথ্বীবাস।


মানুষ কেমন পাষাণ হলে হতে পারে এমন অত্যাচারী, আমার ভায়ের দোষ কী ছিল করলে এপার ছাড়ি?