ঠাণ্ডা-ঠাণ্ডা হাওয়া
শীতের সকাল বেলাl
কেউ গায়ে দেয় রেশমী চাদর
কেউ গায়ে দেয় ছালা ৷


কেউ ঝুপড়ি ঘরে বস্ত্র বিহিন
কোঁকড়া হয়ে রয়।  
কেউ দালান-কোঠায় কাঁথা গায়ে
সুখে শুয়ে রয় ৷

কেউ কোট গায়ে মাফলার পেঁচে
চায়ে চুমুক দেয় ৷
কেউ খড় জ্বালিয়ে আঁচে বসে
গায়ে তাপ দেয় ৷


কারো জন্য শীতের সকাল
ভালো লাগার ক্ষণ ৷
কারো জন্য শীতের সকাল
মরণের কারণ।


শীতের ভোরে আকাশটাকে
দু:খি মনে হয় ৷
অশ্রু দিয়ে শীতল করে
এই পৃথিবী ময় ৷


আমরা সবায় আশায় থাকি
কখন উঠবে রবি ৷
তার ভালোবাসার উষ্ণতায়
শান্তি পাবে সবি ৷