যুগ যুগ পরে হঠাৎ যদি দেখা হয়,তোমার আমার
তুমি চিনতে পারবে?
নাকি না চেনার ভান করে মুখ ঘুরিয়ে নেবে?
গলা জড়িয়ে কেঁদে কেঁদে জিগ্যেস করবে,
এত দিন কোথায় ছিলে?হাজার বছর ধরে অপেক্ষায় আছি।


যদি আবেগ বশত তোমার হাত চেপে ধরি?
ইতর-বাদর-অসভ্য গালিগালাজে চৌদ্দ পুরুষ
উদ্ধার করে,আমার জন্ম প্রশ্ন বিদ্ধ করবে?
না হাত ধরে বলবে,
ইশ্ তোমার হাত এত গরম ?দেখি দেখি গায়ে জ্বর?
থার্মোমিটার হাতটা উঠেবে আমার কপালে।


আচ্ছা যুগ যুগ পরে তোমাকে দেখা
তুমি ধরো প্রধাণমন্ত্রী, বিরাট জনসভা তোমার
লক্ষ লক্ষ জনতা চুপ করে আগ্রহ সহকারে
তোমার বক্তৃতা শুনছে।
দেশের বরেণ্য ব্যাক্তিরা তোমার পেছনে চুপ করে বসে আছে।
তোমার নিরাপত্তা জন্য অসংখ্য আর্মি ,হাতে অস্ত্র
জনতার ভীড় ঠেলে তোমাকে জড়িয়ে ধরলাম মঞ্চে।
তোমার বডিগার্ডের গুলিতে ঝাঁঝরা বুকে লুটিয়ে পরলাম।
আমার দেহ থেকে দর দর রক্ত গড়িয়ে পরছে।
রক্তের কনিকা গুলো তোমার নামে মিছিল করে গড়িয়ে তোমার পায়ের কাছে।বুকের ভেতর তোমার ভালোবাসা
ছট-ফট, ছট-ফট করছে মৃত্যুর জন্য।
তুমি কি বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবে,
এই তো আমি, চোখ খোলো,হাজার বছর ধরে
অপেক্ষায় আছি।