শিকাগো নগরী কয়লার খনিতে আত্মাহুতি দিয়েছেন শ্রমিক
আট ঘন্টা কাজের দাবি আদায় আন্দোলন জেল খেটেছেন শ্রমিকেরা  
ফাঁসির কাষ্ঠেও ঝুলেছেন অনেক শ্রমিক !


এই আত্মত্যাগ কিংবা আত্মাহুতি দানকরি শ্রমিকদের প্রতি বিনম্র  শ্রদ্ধা
ও সমবেদনা  প্রকাশ করা স্বরূপ পালিত হয়  প্রতি বছর  মে ডে  বা পহেলা মে !


এখানে এক ধরণের ছোট্ট সাদা ফুল  ব্যবহার করা হয় :
অনেকে কর্মস্থলেও এই ফুল প্রদর্শন করে থাকেন
,কেউ কেউ একে অপরকে এই ফুল উপহার দিয়ে থাকেন
পরোক্ষ ভাবে শ্রমিক দিবসের প্রতি একাত্মতা ঘোষণা
কিংবা সহমর্মিতা প্রকাশ  ঘটে থাকে এই সাদা ফুলে !


আর এই হতভাগা শ্রমিকের কাতারে আমিও এক জন
যদিবা কাজের জায়গায় মৃত্যু বরণ করিনি
কিন্তু যখন শুনেছি  ১৯৯৪ থেকে ২০০৬ সালের উপার্জিত অর্থ
ক্ষমতাবলে কেউ দিয়েছে মেরে।


কোরিয়া  থেকে তিন বছরের আয় রুজি ব্যাংক টু ব্যাংক
এবং লোক মারফত প্রেরণ  একশত চুয়াল্লিশ লাখ উন ,
আর এই প্যারিস  থেকে ব্যাংক টু ব্যাংক,লোক মারফত  
এবং ক্যাশ  মিলিয়ে  পঞ্চান্ন ষাট কিংবা পঁয়ষট্টি হাজার ইউরো ......


মোর কাগজপত্রের দুর্বলতা কেউ খাটিয়েছে  বিবেকের কারসাজি
ফেরেস্তাতুল্য জনকে বাটে ফেলে বানিয়েছে শয়তানের রাজা
এইটাই তার মোক্ষম সময় .ধাপ্পা মেরে মোরে করেছে সারা
তখন ধরতে হবে  আমাকে  জীবনমৃত এক  আমি !
(০১/০৫/২০১৭)


-হায়দার
প্যারিস ,ফ্রান্স !
০৫/০৫/২০১৭