ইন্নারিল্লাহ না কি আলহামদুল্লিলাহ
-চৌধুরী রেজাউল হায়দার।


পরিস্থিতির ফাঁদে পড়িয়া স্থির কিংকর্তব্যবিমূঢ়
বোঝা বড্ড দায় কোন কথা সমীচীন এবেলায়
পুরোনোয় করে ত্যক্তবিরক্ত,কাজ করেনা সঠিক !


বরাদ্ধ করতে হবে নতুনের জন্য,অর্থক্ষতি
প্রবাহিত ধূসর সময় ,দ্রব্যের মূল্য উর্ধগতি
সহি ভাবে কহিলে প্রধান্য পাবে ইন্না-রিল্লাহ !


অথর্ব অকেজো যায়যে ক্রমান্বয়ে রেইছে  হারিয়ে  
নাভোগে ধুকেধুকে,করা হোক চেতনার  আলিঙ্গন
চৌদিকে উঠিবে শোর, নব কেতনের ঝান্ডাবেড়ী !!


মনের অসহ্য গোস্যা  উড়াইয়া কহিলে কওয়া যায়
অনাহূতরা   যাক হারিয়ে ,না ফিরুক এ জামানায়
গেছে মসিবত-বালা সমস্বরে কহি আল-হামদুলিল্লাহ। ..!!!


-হায়দার।
প্যারিস ফ্রান্স।
২৩/০৯/২০২৩


পাঠক পাঠিকা এবং লেখক লেখিকাগণ  (কবি), শুভেচ্ছা সবাইকে , এখানে কিন্তু শীতের প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে,, আপনাদের কার কি খবর, সবার জন্য  শুভ কামনা নিরন্তর।