শান্তির মহাবাণী নিয়ে নবদূতের আগমন,  
ঘটালো যিনি ভবমাঝে নবজাগরণের পণ—  
ধর্মহীনে প্রদর্শনে সত্যের দীপ্ত পথ।

মূলছিন্ন জাতি যবে দিশেহারা দিগ্বিদিক,  
দীর্ঘ বিরতিতে লুপ্ত গায়েবে কায়িক,  
ভ্রান্ত মতের চক্রে পড়া দর্শনে বিভ্রত।

প্রয়োজন ছিল মহামানব, মুক্তির বারতা বুকে,  
হেকমত তার অতিসূক্ষ্ম, একতায় যিনি মুখে,  
প্রতিষ্ঠা দিলেন সর্বক্ষেত্রে ন্যায় ও সমতা।

আশরাফ-আতরাফ ভেদরেখা করিলেন বিলুপ্ত,  
বাস্তবায়নে হক্‌ ও আদেশ করিলেন শুদ্ধ,  
ঠেলে আনিলেন সব হৃদয়ে তাঁর কোমলতা।

সৃষ্টি যত, কবুল প্রার্থনা সবের,  
প্রতীক্ষিত প্রতিনিধি এলেন রবের,  
মহাকল্যাণে ঘটিল তাঁর আগমন।