কাকে আমি বলব সত্য,
কাহারে রাখি অভিযোগ?
কচুরিপানার মতো আজ,
করছে সবাই সম্ভোগ।
খেই হারিয়ে দিগ্বিদিক আমি,
খেয়া ভাসে কোন তীরে?
খামখেয়ালির দেশে দেখি,
খইয়ের মতো ফুটে ফিরে।
কষ্ট সবই সইতে হবে,
কোথাও পাই না সহায়,
কবে জানি শিরদাঁড়াটা
কড়ায় কড়ায় হিসেব চায়।