ইচ্ছে হয়ে লুকিয়েছিলি


ইচ্ছে হয়ে লুকিয়েছিলি হৃদ মাঝেতে,
কল্পনায় বাড়ছিলি রোজ একটু করে
কোলখানি নয়,রইলি আমার সবটুকুতে
কচি হাতের নরম আমার আঁচল ঘিরে।
তোকে পেয়ে তখন বিভোর জগৎ ভুলি-
নিত্য কত রঙ্গীন স্বপন সাজিয়ে চলি!


আধো স্বরে ডাকলি প্রথম যেদিন আমায়,
ভাসল নয়ন, হল আমার জগৎ পাওয়া!
টলমল পা, কান্না হাসির দোদুল দোলায়
তোর সাথেই ছেলেবেলায় পৌঁছে যাওয়া।
আদর,শাসন,আবদার আর নালিশ মিলে
তুই আমাতে বুনছি রোজ একটু করে,
প্রতিদিনের হাজার স্মৃতি তিলে তিলে
যত্নে সাজাই আগলে রাখি মনের ঘরে।


প্রথম স্কুল, আকাঁর খাতা,গানের কলি,
অবাক নয়ন কখন  বাবার কাঁধ ছাড়ালি!
হার জিতের ইঁদুর দৌড় নিয়ম চলন
সাধগুলোর গলা টিপে গদ্য জীবন,
এসব মাঝে হারাসনি তোর সবুজ কাঁচা
কবিতা, সুর, রঙ ছুঁয়ে হোক সহজ বাঁচা।
ইচ্ছেগুলো পাখা মেলুক আকাশ জুড়ে
মনের যত আলো থাকুক তোকে ঘিরে
আমি আছি, থাকব সদা তোর পাশেতে
বন্ধ পলক খুঁজিস বুকের মাঝখানেতে।।


হৈমন্তী রায়