#কবিতা
#হৈমন্তী রায়


কী দিয়ে পুজিবো তোমায়


ঠাকুর
তুমি কিসে খুশি হও?
নৈবিদ্য, ফুলের বাহার?
তোমার তৈরী এ জগতে
দিলাম যা সাজিয়ে ডালি
সে তো আগেই ছিল তোমার!
আচারের শুচি রইল শুধু
মনের সাদা? নিখাদ খাঁটি?
খুঁজছো কী মা? সরল মাটি?


খামতি যত...
আড়ম্বরেই রইল ঢাকা।
পিছন সারিতে অসহায় একা
সোনার মুর্তি? অমলিন মন?
তুষ্ট তুমি, কোন নিবেদন?
তোমার সৃষ্ট জগৎ তবে
বিভেদে তুমি তুষ্ট হবে?
মারছে যারা মরছে যে জন
সন্তান তোর মানছে কজন?


ভক্ত তোমার
আলোকবর্ষের দুরত্ব মনে
জাত-পাতে চেনে তোর সন্তানে!
নিয়মে কি তবে মানবতা হারে?
বিষিয়ে মন কেন ঢাকে আঁধারে?
কেউ তো বলে না
তোমার পুজোয় যদি ভালবাসি...
সবে মিলি থাকি পাশাপাশি...
সত্যি বল তুমি খুশি হও?
কিসে খুশি হও? তুমি কী চাও?