তোর সাথেই


তোর সাথেই চড়ুইভাতি
গাছের ছায়ায় মাদুরপাতা।
হাতের ‘পরে হাতের পরশ
উজাড় করা মনের খাতা।


তোর সাথেই বৃষ্টি ভেজা
অঝোর ধারায় ভিজল দু মন-
ঈশদ লাজুক, উষ্ণ পরশ
শীতল হলাম আমরা দুজন।


তোর সাথেই সূর্য দেখা
পাহাড় চুড়ো আবীর মাখা-
অবাক চোখে মন ছুঁতে চায়
হারাই দুজন মেলি পাখা।


তোর সাথেই ঝিনুক খুঁজি
ঢেউ এর মাঝে পা ভিজিয়ে।
দিগন্ত নীল দোদুল হিয়া
আমরা দুটি যাই পেরিয়ে।


তোর সাথেই গহীন বনে
মুগ্ধ চোখে সবুজ মাখা-
কথা হারাই আমরা যখন
হৃদয় বলে মোদের কথা।


তোর সাথেই পাহাড় চুড়ো
ছুঁয়ে দেখার স্বপ্ন বুকে,
উতল ঢেউ এ ভাসব আবার
ছুটব বনের গহন পথে।
হাতের ‘পরে হাতের পরশ
মন ছুঁয়ে মন পাশাপাশি,
বলবে শুধু ভালবাসি
বলবে তোকে ভালবাসি।।


হৈমন্তী রায়