সূর্যমুখীটা আজ কেন জানি
দেরী করে ফুটলো,
আবির রাঙিয়ে দিবাকর এসে
স্বপ্নগুলোকে টুটলো।


শিশির ভেঁজা পায়ের ছোঁয়াতে
আশাগুলো ভর করে,
ধানের ক্ষেতে দখিন হাওয়া
অজানা কোন সুর ধরে।


রক্তজবাটি খোঁপাতে গুঁজে
কোন সে বিরহিনী যায় চলে,
অধরা কথাগুলো পিছু হাঁটে তার
কানে কানে যেন কি কথা বলে।


পাখিগুলো সব নিদ ভেঙ্গে উঠে
গগনের পানে চাহিয়া রয়,
কুলুকুলু বহা তটিনীটা হোথা
তবুও সদা সাগরেতে বয়।