বহুকালের সাধ ছিলো,
চিত্রকর হবো-
তা, রং-তুলি কেনার সময়
গ্যাটের টাকা গেলো ফুরিয়ে,
তারপর ক্যানভাসটা কেনার অভাবে
চিত্রকর হওয়া গেলো না;


বহুকালের সাধ ছিলো,
ব্যাধ হবো-
ধনুকের টংকারে বধ করে
নিশ্চিহ্ন করে দেবো সব পাখিকুল,
তাকিয়ে দেখি পাখি কই!
ওরা তো কবে কবেই বিলীন হয়েছে,
আর তাই ব্যাধ হওয়াটাও হলো না;


বহুকালের সাধ ছিলো,
কাঠুরে হবো-
গ্যাটের শেষ আধুলিটা দিয়ে
চকচকে একখানা কুঠার কিনে
বনের ভেতরে যেয়ে দেখি,
বন কোথায়!
তাতো, উজাড় হয়েছে বহু আগেই,
তাতে করে কাঠুরে হওয়াটাও আর গেলো না;


বহুকালের সাধ ছিলো,
কবি হবো-
ঝর্ণা কলমটাকে রদ্দি কাগজের ওপরে
যতই আঁকিজুকি,
শব্দেরা তো আর ধরা দেয় না সহজে,
তা, শব্দহীন শব্দের ভান্ডারে
কালগুলো কাটিয়ে দিলাম দিব্যি,
তাইতো কবি হয়ে ওঠাও হলো না আর।