গগন কহিলো, নীরদ রাশিকে
তোমারে ধরিবে কেবা,
তপন কহিলো, শিশির কণাকে
পারিনি করিতে সেবা।


নীরদ কহিলে, ওহে গগন
রয়েছিতো তব মাঝে,
শিশির কহিলো, ওহে তপন
ফিরিবোতো ফের সাঁঝে।


এমনি করিয়া, জগৎ জুড়িয়া
চলে মিলনের খেলা,
কর্তা সেথায়, উপবেশমান
কাটে অন্তহীন মেলা।