দেখিয়েছিলেন তর্জনী সেদিন,
সেই একজন-
যার জন্যে হয়েছে দেশটা স্বাধীন।
সাড়ে সাত কোটি বাঙালীরে কয়েছিলেন,
অস্ত্র ধরিবারে-
আরও কয়েছিলেন,
সকল সামর্থ দিয়ে দেশকে স্বাধীন করিবারে।
সে আহ্বান ছিলো,
উদাত্ত, প্রাঞ্জল, সুশ্রাব্য-
আর তাহাই ছিলো এদেশের
স্বাধীনতার মহাকাব্য।
ভরুক তাহা সকল বাঙালীর হৃদয়
চেতনার বাণী লয়ে,
রহুক তাহা ভাস্বর স্বরূপ
মহাকালের স্বাক্ষী হয়ে।


(মুজিব শতবর্ষ)