কান্নার অপর দিকটা
কেউ অনুধাবন করতে পারেনা।


কেউ ইচ্ছে করে কাঁদে,
কেউ কাঁদে অনিচ্ছায়,
কেউ কাঁদে নিরূপায় হয়ে-
কেউ অসহায় হয় কাঁদে,
কেউবা কাউকে ফাঁদে ফেলার জন্যে কাঁদে।


তবে, সত্যিকারের কিছু কান্না থাকে,
যেগুলোর অর্থ কেউ খুঁজে পায়না-
সেগুলো হৃদয়ের অন্তস্থল থেকে
বেরুনো দীর্ঘশ্বাস,
যাদের কোন ব্যাখ্যা নেই
যাদের কোন পরিমাপ নেই
যাদের কোন গ্রহণযোগ্যতাও হয়তোবা নেই!


তবুও, কেন জানি কেউ কাঁদে-
জানে যে এর কোন মূল্য নেই,
এতে কোন সমাধান কোন কালেই হবার নয়,
তবুও কাঁদে-
আর সে সব কান্নার কোন প্রতিচ্ছবি নেই।