এ যেন কোন এক উন্মাদ শিল্পীর আগোছালো তুলির ছোঁয়া-
প্রষ্পুটিত হবার আগেই জলকমলটি হাতে পড়ে দুবৃত্তের,
উপুড় হয়ে বসে থাকা ভোদড়টার কান্নার জল,
মিশে যায় প্লাবনের ওই ঘোলা জলে।
প্রান্তিক আশাগুলো ঢেঁকে যায় ধোঁয়াশায়,
স্বপ্নেরা অসহায়ভাবে ভেসে রয় অপ্রাপ্তির সংকীর্ণ জলে,
ইচ্ছেগুলোর অপমৃত্যু, সে তো কবেই হয়েছে,
আর কুহকেরা, এখানে, ওখানে খেলা করে ফিরে।

কালো রঙে ভরা আকাশময়,
চেনা যায়না আর, বড়ই অপরিচিত লাগে,
পক্ষীরা ত্রাসে ফিরে যায় নীড়ে-
আর গলদঘর্ম হয়ে আকুল চাতকী চায় আকাশের পানে।
এই বুঝি এলো ঝড়,
শন্ শন্ বাতাসের শব্দ কানে এসে লাগে,
আর দুলে দুলে ওঠে বাগানের কোণেতে
সদ্য লাগানো ফনিমনসার ঝাড়।


কিসের অট্টহাসি শোনায়, মেঘগুলো গগন জুড়ে?
নিমেষেই গ্রাস করে দিবসের আলো।
জোনাকগুলো হাত জোড় করে অনুনয় করে কয়,
“একটুকুন আলো চাই!”