আমি তো মাটির মেডেল বিক্রি করেই ক্ষান্ত-
সোনার, রূপোর, তামার মেডেলের
খোঁজ রাখার সময় পেলাম কোথায়?
এ যেন আদার ব্যাপারীর
জাহাজের খোঁজ রাখার মতো।


ইনিয়ে বিনিয়ে, কত কথাই
না বিক্রি করে খেলাম,
সেই ন্যাংটাকাল থেকে।
তা, নেবেন কি দু’একটা মাটির মেডেল,
ঘরের এক কোণে রাখার জন্যে।


কিইবা বলি, আমি তো হতচ্ছাড়া,
তবুও অতিশয় আশাবাদী।
এই মাটির মেডেলগুলো বিকিয়ে,
দিনের শেষে কিনবো আনকোরা একখানা
সোনার মেডেল।


কিন্তু, ভাগ্যের কি পরিহাস!
ওগুলো, নিপুণ ভাবে গড়লাম, চৈত্রের রোদে
শুকোলাম- তবে পোড়ানোর আগেই, কে যেন এসে
ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে গেলো।


বাবুমশাই, একটা ভাঙ্গা মাটির মেডেল কিনবেন?
একদম জলের দরে!