মুখোশের আড়ালে মুখোশ লুকিয়ে থাকে
নামহীন পথে ফেউগুলো তাকিয়ে ডাকে।


তারাদের সাথী হবো বলে রাত জাগি
ঘণঘোর কালে উৎকন্ঠা কার লাগি।


নিশিদিন খোঁজা পুরোনো বিয়োগ ব্যথা
আবেগে জড়ানো রইলো যে সব কথা।


ভাঙ্গনের তীরে তবু কেন ঘর বাঁধি
নিষেধের ভীড়ে শুধু সেই সুর সাধি।


ক্লান্তি ভরানো কন্ঠে গাহিয়া যাই
পিছনের পানে বারে বারে ফিরে চাই।