রাত্রি যখন আঁধার হলো
সাঙ্গ হলো সকল কাজ
অবনী তার রূপ ছাড়িয়ে
ধরলো নতুন করে সাজ
ভেবেছিলাম আগবাড়িয়ে
চাঁদের দেখা পাবো আজ
ঢাকলো আকাশ মেঘের পিছে
দিলো কেমন অন্য ভাঁজ।


পাখ-পাখালি উড়লো সেথায়
গেলো ফিরে যে যার নীড়ে
বনমহুয়া উতাল হলো
হারিয়ে গেলো কোন সে ভীড়ে।


দু’এক জনা বল্লো ডেকে
উঠবে পূবে মহারাজ
অবনী তাই রূপ ছাড়িয়ে
ধরলো আবার নতুন সাজ।