ঘুলঘুলিটার পানে নির্বাক নেত্রে চেয়ে রই যখন,
একাধারে মনে পড়ে কৈশর, শৈশব, যৌবন-
কত আশা, কত ভরসা, কত কথা, কত নাবলা কথার উত্তরণ।
জীবন!
সে তার কার্যক্রমে কবে জানি ধর্মঘট ডেকেছে,
তার অনুসারীরা শুরু করেছে আমরণ অনশন-
আর তাকে ঘিরে শত প্রতিকুলতার মাঝেও কিসের যেনো প্রজ্ঞাপন।
আঁধার ঘিরেছে সেথায়, শুকিয়ে গিয়েছে মরুদ্যান-
খরাক্লিষ্ট মঙ্গলার চরে, উপড়িয়ে ফেলা বৃক্ষগুলির হবে কি আবার প্রতিস্থাপন।
অজ্ঞানতার গভীরে গিয়ে,
অচেনা অলিগলিতে ঘুরে ফেরা, অনভ্যাসতার তাগিদে-
পুরোনো স্মৃতিগুলোকে পূনরায় চর্বিত-চর্বণ।
হৃদয় ক্ষয়ে গেছে কবে, অন্তরে ধরেছে মরীচা-
এখন সময়ের অপেক্ষায় বসে থাকা, ক্ষণকাল করেছে তা অধিগ্রহণ।