নীরদ কহিলো ধরিত্রীরে ডাকি,
রাখিয়াছো তোহে
সুজলা-সুফলা-শস্য-শ্যামলা
তবু কেন মনুষ্যকুল, রহে ব্যগ্র
তব ধ্বংসজজ্ঞে নিযুক্ত থাকি।


ধূলি-মাটিতে ভরায়ে দিয়াছে তব বুক,
নদী-খাল-বিল ভরাট করিয়া
পাইতেছে কত সুখ।


যদি তাহাদের অন্ন-জল
দাওহে করিয়া বন্ধ,
বুঝিবেক তবে তব গুরুত্ব
ন্যুজ্ব হইবে সকল স্কন্ধ।


ধরিত্রী হাসিয়া কহে
উহারা তো নিতান্তই অর্বাচীন,
বিলম্বে হইলেও বুঝিবেক সবে
তবে, ততদিনে হইবো যে অতি মলিন।