আঁধারের মাঝে আঁধার কাটিয়া
ঊষার আলো যে জাগে,
পাতা ঝরা বনে আলোক লাগিলো
স্বপ্ন ছড়ানোর আগে।


লতা গুল্মের তনুতে তনুতে
কে যে বেঁধে যায় বাসা,
সুর বাঁধিবার আগেই কিশোরী
গেয়ে ফিরে কতো খাসা।


কে যেন কোথা দাঁড়ায়ে রয়েছে
বিহগের সুরে ডাকি,
সূর্য ওঠার আর দেরি নাই
কিভাবে নীরবে থাকি।


আধেক বুঁজিয়া, আধেক খুলিয়া
চাহি আকাশের পানে,
মায়া ভরা চোখে, কে যেন চাহিলো
মোহ নিয়ে কাছে টানে।


জীর্ণতা যতো যায় যে ঘুঁচিয়া
নব তপনের সাথে,
পুণ্য আলোকে ভরালো ধরণী
সে কারনে প্রাণ মাতে।


(“ভোরের মাঝি” কাব্য থেকে)