(((বহুরুপী)))
✒️✒️✒️.........নুরুল হাকিম।


গ্রুপের মিলে তাকে, দিতে পার রক্ত,
সে কারণে সে কি তোমার, হতে পারে ভক্ত??


ফর্মালিটির কারণে সে, করিবে তোমায় ভক্তি,
তুমি কি মনে করেছ সেটা, তার সরল উক্তি??


সব সত্যি ভেবে যদি, কাঁদে তোমার আবেগ,
সময় তোমাকে ইঙ্গিত দেবে,সে কত বড় মুনাফেক,

যদি তুমি মনে কর, সে কতইনা অপরুপ,
চলার পথে বুজিবে তুমি,তার বহুরুপ।


কেউ বা কারো সম্পর্কে, যদি থাকে সব জানা,
মনে রেখো সেখানেও আছে,আনেক অজানা।


এমন স্বপ্ন দেখাবে তোমায়,করিবে অনেক আশা,
বাস্তবতার অংক কষে, পাবে নিরাশা।


নিরাশার মাঝেও সে, দেবে শত আশ্বাস,
যার কারণে কারো কথা, করিবেনা তুমি বিশ্বাস।


কবিতা টি পড়ে যদি, কেউবা হয় নিরাশ,
বহুরুপীর এটাই বাস্তব,এটাই সত্যি,এটাই ইতিহাস।


এসব ধোকা থেকে বাঁচার মন্ত্র, যার আছে জানা,
জীবনে তুমি কাউকে, তুমি ভেবনা।