(((((((((((((((( মা ))))))))))))))))


     ✒️✒️✒️...........নুরুল হাকিম।
                            (সত্যি ঘটনা অবলম্বনে)


পৃথিবীতে মোরে,
তার প্রাণের চেয়ে বেশি,
আপন ভাবিত, যে জনা,
সেতো কেউ নয়,সেই হলো মোর,
গর্ভধারিণী মা।


তুমি করে গেছ, দোয়া মোরে,
সুখে আছি আজ আমি,
সুখ কি জিনিস, পাওয়ার আগেই,
কবরে চলে গেলে মা তুমি।


মা তুমি, সন্তানের আশার তরে,
অসীম যন্ত্রণায়,দশ মাস দশ দিন,
গর্ভে ধারণ করিয়া, জন্ম দিলে মোরে।


পৃথিবীর বুকে, জন্ম নিলাম,
আমি বেশ,
তোমার কষ্ট, এতে করেও,
হয়নিতো মা শেষ।


কনকনে শীতে, তোমার বুকেতে,
আরামে থাকিতাম আমি,
ঘুয়ে-মুতের, ভেজা কাঁথায়,
শুয়ে থাকিতে, মা তুমি।


তোমারি কষ্ঠে, পাঁচ সাত বছরে,
বড় হয়েছি,আমি যতটুকু,
তোমার প্রতি, বাবার নির্যাতন,
অনুভব করি, একটু,একটু।


ভালো-মন্দ বুঝার ক্ষমতা,
তেমন ছিলনা, আমার যাথা,
আমার কারণে,নির্যাতন করেও,
খাবার দিতনা বাবা, গোটা সপ্তাহ।


সন্তানের অনাহারের কথা,
চিন্তা করিয়া মায়,  
বাবার অজান্তে,
লোকের বাড়িতে,
কাজ করিত যায়।


কাজের পরে,কিছু ডাল-ভাত,
আনিত আমাদের জন্য,
নিজে না খেয়ে, আমাদের খেয়ে,
নিজে হতো মা ধন্য।


ঈদে কোরবানে,শান্তনা স্বরূপ,
গালে দিত মা,হাজার চুমা,
কপালের দোষে,সে দিনও পরতাম,
আয়রন করিয়ে পুরনো জামা।


এভাবেই চলে,
বছরের পর বছর,
বাবার দেওয়া যাতন,
পাল্লা দিয়ে,আরো বাড়ি দেয়,
বাবা নির্যাতন।


কাটা গায়ে, নুনেরছিটে স্বরুপ,
বিয়ে করিল এক মেয়ে,
উপোসেতে মোদের,
আহাজারি দেখেও বাবা,
খাবার খেত, ঘরে যেয়ে।


বছর খানিক পরে, বউকে নিয়ে,
চলে যায় ভাড়া ঘরে,
সুখের সংসার, সাজাতে ব্যাস্ত,
নতুন বউ আর বরে।

আমাদের দিকে মা,চেয়ে চেযে,
কষ্ট ঝরে পড়ে মায়ের,
দু-চোখ বেয়ে বেয়ে।


মায়ের কষ্ট আর,
সইতে না পারার কারণে,
অকালে চাকরি নিলাম,
বড় ভাই আর আমি,
চায়ের দোকানে।


টাকা পেতাম আমরা,
হাতে গুনা কয়টি,
যার কারণে,
জীবন কেটেছে,
খেয়ে আটার রুটি।

মা করিত নিত্যদিনই, এই কাজ,
পানের দোকানে সুপারির,
ছাল ছুলা ও সুপারি কাটা,
চায়ের দোকানের গামছা ধোঁয়া,
আর মরিচ বাটা।

এভাবেই দিন কেটে যায়,
মাথা রেখে, মায়ের বুকে,
পড়াশোনা করেছি আমি,
হাজারো ব্যাথা আর দুখে।

সুখের ছোঁয়া যখন মোদের,
হাটি, হাটি পা করে,
একবুক জ্বালা নিয়ে,
হঠাৎ গেল মা মরে।

একটু সুখও যদি মা,
  না নিয়ে গেলে মরে,
জীবনের সুখগুলো তুমি
কেন জলাঞ্জলি দিলে,
আমাদের সুখের তরে?

হে বিধাতা মোর ফরিয়াদ শোন,
তুমিইতো এ কবিতার,
সমস্ত ঘটনা,
সবচেয়ে ভালো জান।

হ্নীদয় মোর হয়েছে ক্ষত-বিক্ষত
জান্নাতুল ফেরদৌস,নছিব করে,
সুখে রেখো মাকে,
তোমার ইচ্ছে করে যত।
😭😭😭😭😭😭😭