(((পিতা,দেশ,জাতি)))
✒️✒️✒️...........নুরুল হাকিম।


হে স্বাধীনতার  স্থপতি, মহান নেতা ও পিতা,
তোমার সন্তানের,আকুতি ও আর্তচিৎকার শুন যথা।


যে জাতির প্রেমে, মরন সংগ্রামে,এনেছিলেন স্বাধীননতা,
তাদের মাঝে, নেই যে পিতা, দেশপ্রেমের ছিটাফোঁটা।

যে জাতিকে মুক্তি করাতে, নিজে হয়েছিলেন,তাদের কর্তা,
সেই জাতি তার,মহান পিতাকে, সপরিবারে করল হত্যা।


যে স্বাধীনতা ছিনিয়ে এনে,জাতিকে করেছেন হুঁশ,
সে স্বাধীনতা, রক্ষা করার, নেই আজ কোন মানুষ।

এই দেশেতে, কেন বার বার,রোহিঙ্গারা আসে ছলে,
মরন সংগ্রামী,খাঁটি দেশ প্রেমিক, তুমি পিতা নেই বলে???

হে পিতা তোমার সন্তানেরা, আজ বড় অসহায়,
পরিবারে চাহিদা মেটানোর, সেই  সামর্থ আজ,
তোমার সন্তানের নাই।

মানবতায় আশ্রয় দিয়ে,বাঁচালেন যাদের প্রাণে,
তাদের কারণে পিতা, উখিয়া পরিনত হল,
এক মহা শ্মশানে।
  
তাদের কারণে,তোমার সন্তানেরা,পাই যদি এত কষ্ট,
পিতা তুমিই বল,দেশটা কি আজ,
শাসক বিহীন এক রাস্ট্র??????