(((সবচেয়ে কঠিন কাজ)))


✒️✒️✒️......নুরুল হাকিম।


সাগর-মহাসাগরের তলদেশ থেকে,  
সব মুক্তা আনা হয়ত সম্ভব।
আদর্শবান জীবন সঙ্গিনী পাওয়া,
বর্তমানে তা অসম্ভব।

মহাকাশের গ্রহ নক্ষত্রে ঘুরে আসা
যতইনা কঠিন,
স্বামী ভক্ত এক নারী পাওয়া,
তার চেয়ে অধিক কঠিন।
  
মরুভূমির বালিগুলো,
গুনে শেষ করা যত কঠিন,
স্বামী সেবাকারী নারী পাওয়া,
তার চেয়েও অধিক কঠিন।

সমস্ত অসম্ভবকে , মানুষ জয় করছে আজ,
গুণবতী আদর্শবান জীবন সঙ্গী পাওয়া,
বর্তমানে সবচেয়ে  কঠিন কাজ।


এমন জীবন সঙ্গী পেয়েছে, যে আজে,
স্বর্গীয় আলোয় তারি ঘর সাঁজে।


যে জনের কপালে পড়েছে দূঃখের বাজ,
সেতো হয়ে গেছে, এক জিন্দা লাশ।

সন্তানের মুখের দিকে চেয়ে চেয়ে,
নরকের অনলে পুড়া জ্বালা পড়ে,
দুচোখ বেয়ে বেয়ে।

হে বিধাতা মোর আর্জি শোন,
তুমিই তো সব ভালো মন্দ জান।
তুমিই মহান, তুমিই অনন্য,
নরকের আগুন ফরয কর তারিই জন্য।