নিখিল বেশ গরীব ছিল
ছোট  একটা দোকান ছিল
সামান্য জমি ছিল
টিনের একটা ঘর ছিল।


সুন্দর একটা মন ছিল
সবার প্রতি ভালবাসা ছিল
কথা বলায় বিনয়ী ছিল
গরীবরা আপন ছিল।


নিরহংকার মানুষ ছিল
ছেলে মেয়ে মেধাবী ছিল
ধীরে ধীরে কষ্ট গেল
স্বপ্ন তার সত্যি হল।


মেয়েটা ডাক্তার হল
ছেলেটা অফিসার হল
কথার সুর বদলে গেল
অহঙ্কারে ডুবে গেল।


ভালবাসা কমে গেল
কটাক্ষ করা স্বভাব হল
আপন লোক পর হল
ক্ষমা করা ভুলে গেল।


সম্মানটা উচু হল
স্বভাবটা নীচু হল
দিন বদলের সাথে সাথে
আসল রূপ প্রকাশ পেল।


মেঘে যখন ঢাকা থাকে
আকাশ চেনা দায়
আকাশ যেমন মানুষ তেমন
রং বদলায়।
            -----